টেক্সটাইল বেসিক প্রশ্ন এবং উত্তর - অ্যাপারেল টেস্টিং

বেসিক প্রশ্নোত্তর- অ্যাপারেল টেস্টিং

Prepared By:

Mahfuzur Rahman Himel

Dept. Of Textile Engineering , Southeast University.

President , Southeast Textile Club

 

প্রশ্ন – ১. স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন এর সংজ্ঞা দাও।

উত্তরঃ যে সংস্থা উৎপাদিত পণ্য বা সেবার মানের সর্বাধিক গ্রহণযোগ্য পর্যায় অর্থাৎ কোয়ালিটি লেবেল নির্ধারন করে, তাকে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বলে।

প্রশ্ন – ২. স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন কয় প্রকার?

উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, খ. ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন।

প্রশ্ন – ৩. টেক্সটাইল টেস্টিং বলতে কি বুঝ?

উত্তরঃ টেক্সটাইল শিল্পে টেস্টিং বলতে টেক্সটাইল পণ্যদ্রব্য যেমন – আঁশ, সুতা, কাপড় ইত্যাদির কাঙ্ক্ষিত মান বা গুণাগুণ যাচাই করাকে বুঝায়।

প্রশ্ন – ৪. কাপড়ের শক্তি বলতে কি বুঝ?

উত্তরঃ কাপড়ের শক্তি বলতে কাপড়ের আঁশ বা সুতা ছিড়ার কতটুকু টান সহ্য করতে পারে।

প্রশ্ন – ৫. টেনসাইল স্ট্রেংথ কাকে বলে?

উত্তরঃ কাপড়ের টানা ও পড়েনের দিকে কাপড়ের ছিঁড়ে যাওয়ার শক্তি নির্ণয় করাকে কাপড়ের টেনসাইল স্ট্রেংথ বলে।

প্রশ্ন – ৬. স্ট্রিপ শব্দের অর্থ কি?

উত্তরঃ স্ট্রিপ শব্দের অর্থ কাপড়ের সরু ফালি।

প্রশ্ন – ৭. ব্রাস্টিং অর্থ কি?

উত্তরঃ ব্রাস্টিং অর্থ ফেটে যাওয়া।

প্রশ্ন – ৮. কাপড়ের দৈর্ঘ্য নির্ণয়ের একক কি?

উত্তরঃ কাপড়ের দৈর্ঘ্য নির্ণয়ের একক গজ বা মিটার।

প্রশ্ন – ৯. নমুনায়ন কি?

উত্তরঃ বৃহৎ অংশ থেকে বাছাই করার প্রক্রিয়াটিই হচ্ছে নমুনায়ন।

প্রশ্ন – ১০. কাপড়ের পুরত্ব নির্ণয়ের দুটি যন্ত্রের নাম লিখ।

উত্তরঃ ক. হীলস থিকনেস গেজ, খ. দি শার্লি থিকনেস গেজ।

প্রশ্ন – ১১. কাপড়ের পুরত্ব নির্ণয়ে সর্বাধিক ব্যবহৃত যন্ত্র কোনটি?

উত্তরঃ হীলস থিকনেস গেজ।

প্রশ্ন – ১২. কত পুরত্বের কাপড় পরিমাপ করা যায়?

উত্তরঃ ০.০০০০৫ থেকে ০.০০৫ ইঞ্চি।

প্রশ্ন – ১৩. ক্রিম্প কি?

উত্তরঃ ঢেউ বা কোঁকড়ানো অবস্থাই হল ক্রিম্প।

প্রশ্ন – ১৪. ক্রিম্প এর সংজ্ঞা দাও।

উত্তরঃ কাপড়ে বুননকৃত অবস্থায় একটি সুতার দৈর্ঘ্য এবং ঐ সুতাটি কাপড় হতে খোলার পর যে দৈর্ঘ্য পাওয়া যায়, এ দু’য়ের পার্থক্যকে ক্রিম্প বলে।

প্রশ্ন – ১৫. এয়ার পারমিয়্যাবিলিটি কি?

উত্তরঃ কাপড়ের ১ বর্গ সে.মি. স্থান দিয়ে প্রতি সেকেন্ডে ১ সে.মি. পানির চাপবিশিষ্ট যত ঘন সে.মি আয়তনের বাতাস প্রবাহিত হয় তাকে ঐ কাপড়ের এয়ার পারমিয়্যাবিলিটি বলে।

প্রশ্ন – ১৬. ক্রিজ কাকে বলে?

উত্তরঃ সাধারণত কাপড় বা সুতার আকৃতির পরিবর্তনকে ক্রিজ বলে।

প্রশ্ন – ১৭. কোন কাপড়ের ক্ষেত্রে ক্রিজ গ্রহণযোগ্য?

উত্তরঃ ক্রেপ কাপড়ের ক্ষেত্রে।

প্রশ্ন – ১৮. ক্রিজ রেজিস্ট্রান্স কি?

উত্তরঃ যে গুণাবলির কারণে কাপড় মোচড়ানোর ফলেও কাপড়ে কোন রকম ভাঁজ পড়ে না তাকে ক্রিজ ক্রিজ রেজিস্ট্রান্স বলে।

প্রশ্ন – ১৯. কাপড়ের গুণাবলিকে সাধারণত কি উপায়ে প্রকাশ করা হয়?

উত্তরঃ গাণিতিক সংখ্যার সাহায্যে।

প্রশ্ন – ২০. স্টিফনেস এর সাথে ড্রেপ এর সম্পর্ক কি?

উত্তরঃ স্টিফনেস বাড়লে ড্রেপ কমে এর স্টিফনেস কমলে ড্রেপ বাড়ে।

প্রশ্ন – ২১. স্টিফনেস পরিমাপক দুটি যন্ত্রের নাম লিখ।

উত্তরঃ ক. দি শার্লি স্টিফনেস টেস্টার, খ. দি হার্ট লুপ টেস্টার।

প্রশ্ন – ২২. কাপড়ের ড্রেপ এর সংজ্ঞা দাও।

উত্তরঃ ড্রেপ অর্থ ঝুলে পড়া। যে গুণাবলির কারণে কাপড় তার নিজের ওজনে গড়িয়ে ঝুলে পড়ার প্রয়াস পায়, তাকে ড্রেপ বলে।

প্রশ্ন – ২৩. কাপড়ের সংকোচন কত প্রকার?

উত্তরঃ দুই প্রকার, যথাঃ ক. রিলাক্সেশন, খ. ফেল্টিং।

প্রশ্ন – ২৪. কাপড়ের ঘর্ষন প্রতিরোধ ক্ষমতা কাকে বলে?

উত্তরঃ যে গুণাবলির কারণে ঘর্ষন বা অ্যাব্রেশনকে বাধা প্রদান করে বা করতে চায়, তাকে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স বা ঘর্ষন প্রতিরোধ ক্ষমতা বলে।

প্রশ্ন – ২৫. ফাস্টনেস কি?

উত্তরঃ টেক্সটাইল দ্রব্য ও পণ্যসামগ্রী ব্যবহারের পর এর রং এর স্থায়িত্বকে ফাস্টনেস বলে।

প্রশ্ন – ২৬. টেকোমিটার কি?

উত্তরঃ টেকোমিটার এমন একটি যন্ত্র, যার সাহায্যে বিভিন্ন ধরনের গতি পরিমাপ করা হয়।

প্রশ্ন – ২৭. পরিদর্শন কেন করা হয়?

উত্তরঃ উৎপাদিত পোশাকের গুণগত মান নিশিত করার জন্য।

প্রশ্ন – ২৮. পোশাকের ত্রুটিগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?

উত্তরঃ তিন ভাগে। যথাঃ মেজর ডিফেক্ট, খ. মাইনর ডিফেক্ট, গ. ক্রিটিক্যাল ডিফেক্ট।

প্রশ্ন – ২৯. গার্মেন্টস কারখানায় পরিদর্শন কয়টি ধাপে করা হয়?

উত্তরঃ তিন ধাপে। যথাঃ ক. কাঁচামাল পরিদর্শন, খ. প্রক্রিয়ার মধ্যে পরিদর্শন, গ. চূড়ান্ত পরিদর্শন।

প্রশ্ন – ৩০. সকল রং যাচাইয়ের জন্য কয় পিস পোশাক পরিদর্শন করা হয়?

উত্তরঃ ৩ পিস।

প্রশ্ন – ৩১. কি কি কারণে সিম দুর্বল হয়?

উত্তরঃ সেলাই সুতার দুর্বলতা, ত্রুটিপূর্ণ সেলাই, ভুল সাইজের সেলাই সুতা নির্বাচিন করা ইত্যাদি।

প্রশ্ন – ৩২. সেলাইয়ের গুণাগুণ বলতে কি বুঝ?

উত্তরঃ সেলাইয়ের আদর্শ মানকে বুঝায়।

প্রশ্ন – ৩৩. শেড ম্যাচিং বলতে কি বুঝ?

উত্তরঃ সেলাই সুতা ও কাপড়ের সং একই হওয়াকে বুঝায়।

প্রশ্ন – ৩৪. সিমেট্রিক্যাল কাপড় কাকে বলে?

উত্তরঃ যে সকল কাপড়ের ফেইস ও ব্যাক একই রকম দেখতে তাকে সিমেট্রিক্যাল কাপড় বলে।


Comments

Popular posts from this blog

টেক্সটাইল বেসিক ভাইভা প্রশ্ন এবং উত্তর ( বাংলা) - ১ম পর্ব

মার্চেন্ডাইজিং/গার্মেন্টস‌ ‌মার্চেন্ডাইজিং/গার্মেন্টস‌ ‌মার্চেন্ডাইজার‌ ‌

Textile Basic Questions & Answers-Part 1