মার্চেন্ডাইজিং/গার্মেন্টস মার্চেন্ডাইজিং/গার্মেন্টস মার্চেন্ডাইজার
বেসিক - মার্চেন্ডাইজিং
Prepared By:
Mahfuzur Rahman Himel
Dept. Of Textile Engineering , Southeast University.
President , Southeast Textile Club
মার্চেন্ডাইজিং কি?
মার্চেন্ডাইজ (Merchandise) একটি ইংরেজি শব্দ। এই মার্চেন্ডাইজ শব্দ থেকে এসেছে মার্চেন্ডাইজিং (Merchandising), এর আভিধানিক অর্থ পণ্য কেনা বেচা করা।অর্থাৎ আয়ের উদ্দেশ্য কোন পণ্য কিনে তা আবার বিক্রি করাকে মার্চেন্ডাইজিং বলে।
গার্মেন্টস মার্চেন্ডাইজিং কি?
গার্মেন্টস মার্চেন্ডাইজিং এর অর্থ হল গার্মেন্টস তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেমন কাপড়, এক্সোসরিজ ইত্যাদি কেনা এবং তা দিয়ে গার্মেন্টস তৈরি করে সেই গার্মেন্টস বিক্রি করা। উদ্দেশ্য থাকবে যে গার্মেন্টস তৈরির জন্য প্রয়োজনীয় কাপড়, এক্সোসরিজ ও অন্যান্য জিনিসপত্র কেনার খরচ, গার্মেন্টস তৈরির জন্য নিয়োজিত শ্রমিক/কর্মচারীদের মজুরী/বেতন, ফ্যাক্টরি ভাড়া, ইত্যাদি যাবতীয় মোট খরচের চাইতে গার্মেন্টস এর বিক্রয় মূল্য বেশী হতে হবে।
গার্মেন্টস মার্চেন্ডাইজার কাকে বলে?
মার্চেন্ডাইজিং এর সংজ্ঞা থেকে অনুমান করা যায় যে এ কাজটি সম্পাদনের জন্য গার্মেন্টস ফ্যক্টরীতে কিংবা বায়িং হাউসে সুনির্দিষ্ট লোক থাকা প্রয়োজন। যে ব্যক্তি গার্মেন্টস ফ্যক্টরী কিংবা বায়িং হাউসে মার্চেন্ডাইজিং এর যাবতীয় কাজ সম্পাদন করেন তাকে গার্মেন্টস মার্চেন্ডাইজার বলে।
মার্চেন্ডাইজিং এর বিশ্বখ্যাত ব্লগ অ্যাপারেল মার্চেন্ডাইজিং ওয়ার্ল্ড এর সংজ্ঞাঃ
Merchandising comes from the word merchandise. Merchandise means commodities or goods to be bought and sold. The word merchandising means the activity of promoting the sale of goods.
The activities include-
-working very closely with buyers/seller and determining range of merchandise/goods to be sold
-buying them at right time
-calculating their price
-taking responsibility for promotion, display, sales forecast and stock levels
- giving policy guidelines to buyer
-producing current sales figures
-producing sales history reports
-determining a strategy with the Category/Merchandise Manager
-monitoring stock management & allocation to stores
-raising purchase orders to match range plan from buyers
-developing detailed spreadsheets for the buyers
-planning and financial control
-ensuring purchase order raised to budgets
-negotiating cost prices with factories/buyers
-approving pre-production samples
-monitoring pre-production/production
-organising shipping
documents
Actually a merchandiser is responsible for almost everything-from order analysis to shipment and finally payment realization. Merchandising means to arrange all the required raw materials and to make the goods ready to sell them to customers. Work, work and work – all day long. Handling 40/45 orders/styles at a time. Chasing buyer for comments/approval, chasing suppliers for raw materials/trims, chasing production team to maintain delivery schedule and finally chasing commercial department for shipping/documentations.
To a new merchandiser merchandising is nothing but hard work done with managers.
Comments
Post a Comment