টেক্সটাইল বেসিক ভাইভা প্রশ্ন এবং উত্তর ( বাংলা) - ১ম পর্ব

  টেক্সটাইল বেসিক ভাইভা প্রশ্ন এবং উত্তর ( বাংলা)

                                                                      Prepared By:

Mahfuzur Rahman Himel

Dept. Of Textile Engineering , Southeast University.

President , Southeast Textile Club

১ম পর্ব 

 

১।  প্রথম আবিষ্কৃত মেন মেইড ফাইবার কোনটি ?

উত্তরঃ ফ্লাক্স ফাইবার

২। প্রথম আবিষ্কৃত ন্যাচারাল ফাইবার কোনটি?

উত্তরঃ Wool ফাইবার

৩। কোন ফাইবারকে ফাইবারের রানী বলা হয়?

উত্তরঃ সিল্ক ফাইবার

৪। ফাইবার ফিজিকেলী কত প্রকার?

উত্তরঃ ২ প্রকার । স্টেপল ফাইবার , ফিলামেন্ট ফাইবার

৫। কি কি ধরনের কটন কাপড় কিনতে পাওয়া যায় ?

উত্তরঃ গ্রে কটন ফেব্রিক, ব্লিচ কটন ফেব্রিক ও ডাইড কটন ফেব্রিক

৬।কম্বড ও কার্ডেড ইয়ার্নের মধ্যে কোনটা বেশি ব্যবহার করা হয় ?

উত্তরঃ কার্ডেড ইয়ার্ন

৭।কাকে স্পিনিং এর আত্না বলা হয় ?

উত্তরঃ কার্ডিং

৮।বাটনের সাইজ কোন একক দিয়ে মাপা হয়?

উত্তরঃ Lin

৯। কি কি ধরনের প্রসেস ব্যবহার করা হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে?

উত্তরঃ স্কাওরিং , ব্লিচিং , ব্লিচ ক্লিন আপ , ডি-সাইজিং , ফ্রেবিক স্ফেনিং এবং মার্সারাইজেশন

১০। মার্সেরাইজেশনের প্রধান উদ্দ্যেশ কি?

উত্তরঃ ফেব্রিকের শক্তি , উজ্জ্বলতা ও এবজর্বেন্সি বাড়াতে সাহায্য করে ।

১১।  হেয়ারিনেস  দূর করা হয় কোন প্রসেসে ?

উত্তরঃ ওভেন সিনজিং এবং নিট কাপড় বায়ো-টেকনোলজি

১২। ভেট ডাইজের রাবিং ফাস্টনেস কত?

উত্তরঃ ২-৩

১৩। ড্রাফটের লিমিট কত স্পিড ফ্রেমের ?

উত্তরঃ ৩০-৬০

১৪। মসলিন কাপড়ের কাউন্ট কত?

উত্তরঃ ৩০০ Ne

১৫। রবিং এর কাউন্ট কত?

উত্তরঃ ১-৩ Ne

১৬। সিমপ্লেক্স মেশিনের ইনপুট ও আউটপুট কি?

উত্তরঃ ড্রন স্লাইভার , রবিং

১৭। ড্রইং মেশিনের ইনপুট ও আউটপুট কি?

উত্তরঃ  স্লাইভার

১৮।সুপারলেপ ফরমার মেশিনের ইনপুট ও আউটপুট কি?

উত্তরঃ ড্রন স্লাইভার  -লেপ

১৯। রিং ফ্রেম মেশিনের ওয়েস্ট কে কি বলা হয় ?

উত্তরঃ pneumafil

২০।ডাইং এর গুরুত্বপূর্ন বিষয় কয়টি?

উত্তরঃ ২টি , কালার ফাস্টনেস ও কালার ম্যাচিং

২১। টোনাল ডিফারেন্স কি?

উত্তরঃ ১টি কালারের সাথে অন্য কালারের টোন পার্থক্যকে

২২। লুংগির কাউন্ট কত ?

উত্তরঃ ৩০ Ne

২৩। ভয়েল ফেব্রিকের কাউন্ট কত?

উত্তরঃ ৬০ Ne

২৪। ডাইং এর ইউটিলিটিজ কি কি?

উত্তরঃ পাম্প, জেনারেটর , বয়লার , গ্যাস

২৫।কটন এর MR% কত?

উত্তরঃ ৮.৫%

২৬। পলিস্টারের MR% কত?

উত্তরঃ ০.৪%

২৭। টুইস্ট কত প্রকার ?

উত্তরঃ ২ প্রকার । S এবং Z টুইস্ট ।

২৮। রোটর ইয়ার্ন কোন টুইস্ট প্রসেস?

উত্তরঃ  S টুইস্ট

২৯। কটনের ফাইন্যাস কি দিয়ে নির্ধারন করা হয় ?

উত্তরঃ মাইক্রোনিয়ার ভ্যালু

৩০। নিটিং কত প্রকার ?

উত্তরঃ ২ প্রকার । Warp & Weft নিটিং

Comments

Post a Comment

Popular posts from this blog

মার্চেন্ডাইজিং/গার্মেন্টস‌ ‌মার্চেন্ডাইজিং/গার্মেন্টস‌ ‌মার্চেন্ডাইজার‌ ‌

Textile Basic Questions & Answers-Part 1