টেক্সটাইল বেসিক প্রশ্ন এবং উত্তর - ওয়েট প্রসেসিং
বেসিক প্রশ্নোত্তর- ওয়েট প্রসেসিং Prepared By: Mahfuzur Rahman Himel D ept. Of Textile Engineering , Southeast University. President , Southeast Textile Club প্রশ্ন – ১. ওয়েট প্রসেসিং শব্দের অর্থ কি? উত্তরঃ সিক্ত প্রক্রিয়া। প্রশ্ন – ২. ওয়েট প্রসেসিং কে কয় ভাগে ভাগ করা যায়? উত্তরঃ ৩ ভাগে। যথাঃ ক. প্রি-ট্রিটমেন্ট, খ. ডাইং ও প্রিন্টিং, গ. ফিনিশিং। প্রশ্ন – ৩. ডাইং কাকে বলে? উত্তরঃ রং, রসায়ন ও অন্যান্য সহায়ক পদার্থের মাধ্যমে টেক্সটাইল দ্রব্যকে রঙিন করার প্রক্রিয়াকে ডাইং বলে। প্রশ্ন – ৪. প্রিন্টিং কাকে বলে? উত্তরঃ রং, রসায়ন ও অন্যান্য সহায়ক পদার্থ দ্বারা বিশেষ কিছু কৌশল অবলম্বন করে কাপড়ের স্থান বিশেষে কোন নির্দিষ্ট ডিজাইন ফুটিয়ে তোলাকে প্রিন্টিং বলে। প্রশ্ন – ৫. ফিনিশিং কাকে বলে? উত্তরঃ টেক্সটাইল দ্রব্যের সৌন্দর্য বৃদ্ধি ও ব্যবহারের উপযোগী করার প্রক্রিয়াকে ফিনিশিং বলে। প্রশ্ন – ৬. সাবান বলতে কি বুঝ? উত্তরঃ সম্পৃক্ত ও অসম্পৃক্ত উচ্চতর ফ্যাটি অ্যাসিডের ধাতব লবণকে সাবান বলে। প্রশ্ন – ৭. ডিটারজেন্ট কি? উত্তরঃ যে কেমিক্যালের সাহায্যে টেক্সটাইল দ্রব্য হতে ময়লা, ধুলাবালি, তৈল, চর্বি ও অন...