টেক্সটাইল বেসিক প্রশ্ন এবং উত্তর - অ্যাপারেল টেস্টিং
বেসিক প্রশ্নোত্তর- অ্যাপারেল টেস্টিং Prepared By: Mahfuzur Rahman Himel D ept. Of Textile Engineering , Southeast University. President , Southeast Textile Club প্রশ্ন – ১. স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন এর সংজ্ঞা দাও। উত্তরঃ যে সংস্থা উৎপাদিত পণ্য বা সেবার মানের সর্বাধিক গ্রহণযোগ্য পর্যায় অর্থাৎ কোয়ালিটি লেবেল নির্ধারন করে, তাকে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বলে। প্রশ্ন – ২. স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন কয় প্রকার? উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, খ. ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। প্রশ্ন – ৩. টেক্সটাইল টেস্টিং বলতে কি বুঝ? উত্তরঃ টেক্সটাইল শিল্পে টেস্টিং বলতে টেক্সটাইল পণ্যদ্রব্য যেমন – আঁশ, সুতা, কাপড় ইত্যাদির কাঙ্ক্ষিত মান বা গুণাগুণ যাচাই করাকে বুঝায়। প্রশ্ন – ৪. কাপড়ের শক্তি বলতে কি বুঝ? উত্তরঃ কাপড়ের শক্তি বলতে কাপড়ের আঁশ বা সুতা ছিড়ার কতটুকু টান সহ্য করতে পারে। প্রশ্ন – ৫. টেনসাইল স্ট্রেংথ কাকে বলে? উত্তরঃ কাপড়ের টানা ও পড়েনের দিকে কাপড়ের ছিঁড়ে যাওয়ার শক্তি নির্ণয় করাকে কাপড়ের টেনসাইল স্ট্রেংথ বলে। প্রশ্ন – ৬. স্ট্রিপ শব্দের অর্থ কি? ...